|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় পারমিতা মন্ডল
by
·
Published
· Updated
বুমেরাং
সকালবেলা অয়ন বাড়ির বাইরে গাড়িতে বসে ওয়েট করছে সুনেত্রা র জন্য। ওরা লং ড্রাইভে যাবে।আজ ভীষণ এনজয় করবে।আজ ওদের প্রেমের পনেরো বছর।দেরি হচ্ছে দেখে একটা ফোন করতে চায় অয়ন। পকেটে হাত দিয়ে দেখে মোবাইলটা নেই।এবার মনে পড়ল মোবাইলটা টি টেবিলটায় রেখেছিল , নিতে ভুলে গেছে।মনটা ছ্যাৎ করে ওঠে। প্রশ্ন জাগে
“মেসেজ গুলো দেখে ফেলবে না তো সুনেত্রা?”
কিছুক্ষণ পর সুনেত্রা রেডি হয়ে গাড়িতে এসে বসলো।অয়নের হাতে মোবাইলটা দিয়ে মুচকি হেসে বলল
– বিয়ের দশ বছর হয়ে গেল। তবু মোবাইল ভোলা স্বভাবটা তোমার গেল না।
এবার যেন ধরে প্রাণ ফিরে পেল অয়ন।
সারাদিন অনেক ঘুরে ফিরে বেশ ক্লান্ত অয়ন এখন ঘুমিয়ে।
মোবাইলে মেসেজ করছে সুনেত্রা।শেষ মেসেজ টায় সুনেত্রা লেখে ” ডোন্ট ওরি ডিয়ার, আমাদের আর কোন চাপ নেই।সব স্ক্রিনশট নিয়ে রেখেছি ।” তারপর মেসেজগুলো ডিলিট করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে!