গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

হে বসন্ত

মেঘ মেলেছে আপন ডানা
তোমার ও যে নেইকো মানা
সুদূর কোনো ইচ্ছে পাখি
গাইছে আপন মনে ,
এসো বন্ধু হাতটি ধরো
তোমায় সাজাবো সযতনে ,
তোমায় রাখবো মনের কোণে ।
অস্তরাগের রামধনু ওই
সাতটি রঙের মেলা ,
মেঘের সাথে করছে সেও
লুকোচুরি খেলা ।
মেঘের কাজল তোমার চোখে
স্বপ্ন বিভোর কল্পলোকে ,
তোমার তরে হৃদ মাঝারে
গেঁথেছি ফুলের মালা ,
বন্ধু তুমি পথ ভুলোনা
দেখো বয়ে গেলো বেলা ।
তুমি এলে বাঁধবো তোমার
খোঁপায় , ফুলের মালা ।
লাল হলুদে রাঙাবো বেণী
খেলবো , তোমার সনে হোলি
ব্রজের রাখাল বাঁশির সুরে
গাইবে ব্রজবুলি ।
হে বসন্ত এসো না গো
আর কেনো এত হেঁয়ালি !

কৃষ্ণচূঢ়া

লাল টুকটুক প্রাণ প্রেয়সী
লাবণ্যময়ী রূপ তোমার ,
তোমার ওই রূপের ছটায়
জগৎ বিভোর ,
তুমি আনো নতুন খবর ,
তুমি যে স্বপ্ন মাখা
আদুর গায়ে
শিশুর মুখের হাসি ,
তোমায় আমি বড্ড ভালোবাসি ।
গাঁয়ের ওই পথের বাঁকে
পুকুর পাড়ে ,
রাঙা মাটির পথটি ধরে
তুমি সারি সারি ,
তুমি এলে সবার সাথে
আমি দিতে পারি আড়ি ।
লাজে লাল মুখটি তোমার
মাধুরীতে মেশা ,
তোমা দেখে মনে ধরে
সর্বনাশা নেশা ।
তুমি এলে ফাগুন আসে
মধু মাসে ,
শীতের সাথে আড়ি ,
ওগো মোর কৃষ্ণচূঢ়া
লাজে রাঙা , বসন্ত আগমনী ।

দেখা দাও

অন্তরে মম তব প্রেম জ্বালা
একাকি দিবসে
মনের হরষে
তোমা কভু নাহি যায় ভোলা ।
তুমি যে মম প্রাণ পিপাসা
তুমি মোর সহচরী ,
অন্তরে মোর একটিই আশা
যেন তোমা নাম নিয়ে মরি ।
মার্তৃ জঠোরে ছিলাম যখন
পাইনি তোমার দেখা ,
দেখা দিবে কিনা শুধু তুমি জানো
হে মোর প্রাণের সখা ।
সখা তব নামে আল্পনা আঁকি
মম হৃদয় মাঝে ,
পাইনি দেখা , তবু ডেকে চলি
সকাল সন্ধ্যা-সাঁঝে ।
তুমি আছো জানি সত্যের মাঝে
সবারই অন্তরে ,
মিছে তবু ডাকি আল্পনা আঁকি
তোমারই নামটি ধরে ।
হে মোর প্রভু দাও তুমি দেখা
লও মোরে সাথী করে ,
সইতে পারি না এ মানব জনম
তাই ডাকি তব নাম ধরে ।

তোমায় দেখবে বলে

ভেঙে গেল রাতের বাঁধা ।
সকালের শিশির ভেজা ঘাস
আকণ্ঠ পান করেছে সুধা
শুধু তোমায় দেখবে বলে ।
আজ প্রভাত বেলায় পাখির ডাকে
শাল মহুয়ার ফাঁকে ফাঁকে
কোনো এক পথের বাঁকে
ক্লান্ত ভোরে ,
আমার মন যে কেমন করে
শুধু তোমায় দেখবে বলে ।
আজ রক্ত গাঁদা
প্রাণের বাঁধা
সরিয়ে দিল দূরে ,
আজ অভিমানি বনটিয়াও
গাইছে আপন সুরে ,
শুধু তোমায় দেখবে বলে ।
আজ কাঠবেড়ালি আপন মনে
করছে খুনসুটি ,
আজ বন পলাশ আর বকুল ফুলও
মাটিতে খাচ্ছে লুটোপুটি ,
শুধু তোমায় দেখবে বলে ।
আজ ছোট্ট শিশু থামিয়ে দিল
অঝোর ধারায় কান্না ,
আজ দুষ্টু শিশু মায়ের কাছে
ধরছে না কোনো বাইনা ,
শুধু তোমায় দেখবে বলে ।
আজ স্তব্ধ সকালে কালো ছোরা
বাজায় মোহন বাঁশি ,
সেই বাঁশির সুরে আঁতুর ঘরেও
ঝরছে শিশুর হাসি ,
শুধু তোমায় দেখবে বলে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।