T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় পূর্বা মাইতি
হে বৈশাখ
প্রভাতের অমল আলোয় এসো
কবি গুরুর গানের মতো —
মধ্যাহ্নের প্রখর তাপে
শুধু রুদ্র রূপে নয় —
কৃষকের ছত্র হয়ে এসো।
অপরাহ্নে শুধু ঝড় নয় —
আমকুড়োবার ধূম নিয়ে
আমার শৈশব হয়ে এসো।