গল্পেসল্পে পীযূষ কান্তি সরকার

কান্না
ফ্ল্যাটের দরজা খুলল মলি আণ্টি। শারণ্যা লাফিয়ে ঢুকে চলে এল বেডরুমে। তার মা তখন অ্যানড্রয়েড মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত। মায়ের সামনে এসে দাঁড়িয়েছে সে অথচ তাঁর কোনো ভাবান্তর নেই। চোখের কোল বেয়ে নেমে আসছে জলের ধারা।
মা কেন কাঁদছে ?
নিশ্চয়ই ভিডিও -তেই কিছু আছে — এই ভেবে শারণ্যা তার মায়ের পিছনে এসে দাঁড়িয়ে ভিডিও-টা দেখতে লাগল। এ কি ! যে কুষ্ঠ রোগীকে তার মা সেদিন ‘দূর দূর’করে তাড়িয়ে দিয়েছিলেন, তাকেই তার মায়ের বান্ধবী শীলা আণ্টি পার্কের বেঞ্চে বসে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। তাই বুঝি মা কাঁদছে ! ভিডিও শেষ হতেই স্ক্রিনে এলেন মায়ের আর এক বান্ধবী জয়ী আণ্টি। বললেন, “আমাদের শীলা সত্যিই মহীয়সী !”