T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় পীযূষ কান্তি সরকার

শারদীয়ার লেখা
কোন পত্রিকায়
একাদিক্রমে এক ডজন কবিতার
প্রকাশ ঘটার পর
কবি অনায়াসেই
তাঁর সুরম্য প্রাসাদের প্রথম তেলের নির্মাণ
সম্পূর্ণ করে ফেলতে পারেন।
মেঝের শ্বেত-পাথরের কারুকাজ
আর
দেওয়াল তেল-রঙে সুসজ্জিত করার পর
দ্বিতীয়তলের সিঁড়ি -নির্মাণ ও
সম্পূর্ণ হয়ে যায়
যদি তার মধ্যে তিন-চারটি কবিতা
পর পর শারদীয়ায় প্রকাশ পায়।
এমনই উজ্জ্বল আলোর মাঝে
নেমে আসে নিস্পৃহ অন্ধকার
যখন
কবির মনোনীত কবিতা
ঠাঁই হারিয়ে বাতিল হয়ে যায়
আর
সম্পাদক অসহায়তার দোহাই দিয়ে
দিব্যি পার পেয়ে যান —
মুহূর্তেই মেদিনী গ্রাস করে
কবির স্বপ্নের প্রাসাদ।