ক্যাফে কাব্যে পীযূষ কান্তি সরকার

সন্ন্যাসী
পরণে গৈরিক বস্ত্র, মাথায় শিরস্ত্রাণ , পায়ে গামবুট,
বামহাতে সেফটি ল্যাম্প আর ডানহাতে ছোট্ট গাঁইতি,
অন্ধকারের পাহাড় কেটে
আমরা চলেছি আলোর সন্ধানে।
জনস্রোতের আকুল উচ্ছ্বাসের ঝর্ণা
সদাসর্বদা আমাদের উজ্জীবিত রাখে।
খিদে পেলে কোমরে গোঁজা থলি থেকে
মুড়ি খাই মুঠি মুঠি।
ঝর্ণার জলে
স্নান আর পান দুই-ই চলে।
ক্লান্তি আমাদের স্পর্শ করার স্পর্ধা দেখায় না
কিন্তু ঘুম এসে জাপটে ধরে তখনই
যখন দেখি
আমাদের পরিচালক গুরুভাই
ফ্রিজ খুলে
গুরুর অমোঘ বাণী আর
ঠাণ্ডা পানীয়ের সংমিশ্রণ ঘটিয়ে
বদলে দেয় তার রঙ।
পূর্ণিমার চাঁদ ভেঙে
দু-হাতের আঙুলে পরে আংটির মালা।