কবিতায় পীযূষ কান্তি সরকার

সুদিন – দুর্দিন
উষ্ণ অভ্যর্থনার লোভে
যাঁরা প্রায়শই এপার ওপার করতেন
ভিসা এখন তাঁদের বালাই
সীমান্তের ওপারে চলছে
রক্তাক্ত নাটকের মহড়া
মন যতই করুক ‘পালাই পালাই’
পালানোর পথ যে বন্ধ।
তোষামোদী মনকে সম্মোহিত করা
বড়ো দায় !
শিরদাঁড়া তাই প্রতিবাদ হীন।
চিত্রার্পিত মুখগুলির নীরব অন্বেষণ
জীবদ্দশায় আর ফিরে পাবে সুদিন !