কবিতায় প্রদীপ কুমার দে নীলু

দুয়ারে বসন্ত
আয়না দেখে আজ চমকে উঠলাম,
কুঁড়ি দুটি ফুলের মত পাপড়ি মেলেছে,
বসন্তের আগমনী সংবাদ স্পষ্ট,
শরীর মনে নদীর স্রোত অবিরাম,
আমায় চুপিসারে দিয়েছে রাঙিয়ে ।
নদীর পাড় ভেঙে পড়ার শব্দে কেঁপে উঠি
যৌবন টোকা দিয়েছে দুয়ারে নিঃশব্দে,
হৃদয়ের মাঝে অজানা দোলাচল,
বদলে গেলো বসন্তের অমোঘ আহ্বানে,
ফুল ফুটেছে আমার মল্লিকাবনে!