গদ্য কবিতায় প্রদীপ কুমার দে নীলু

এখানে পিঞ্জর
এবার মুক্ত কর বন্ধন অর্গল দাও খুলে,
উড়ে যাই দূরে যাই শঙ্কিত বিপদ ভুলে।
যুক্তিহীন বাঁধনে নিজেকে অহেতুক জড়িয়ে,
পথে নামি! স্মৃতিগুলো অসঙ্কোচে হারিয়ে,
নতুন প্রভাতের উজ্জ্বল উচ্ছল রবির আলো,
মসীলিপ্ত অতীতের কথা ভুলে লাগছে ভালো,
পিছুটানহীন জীবনের নক্সিকাঁথা বুনে যায় মন,
স্মৃতির দুয়ার রুদ্ধ করে ফিরি বিভ্রান্ত উচাটন।