দিব্যি কাব্যিতে পীযূষ কান্তি সরকার

বাসা
উড়ছে পাখি জোড়ায় জোড়ায়
বেড়ায় খুঁজে খড়কুটো —
বাঁধছে বাসা গাছের ডালে
আশায় সুখ একমুঠো।
ভয় তো আছেই ঝোড়ো হাওয়ার
বিষধর সাপের নজর —
হাজার ভয়ের হাজার দোলা
তবুও বাঁধা হয় পিঞ্জর।
পাখির দলে মানুষ চলে
গড়ে তোলে তার সংসার —
কারোর ঘরে সুখের বাতি
কারোর সম্বল অন্ধকার।