অণুগল্পে পঙ্কজ কুমার চ্যাটার্জি

মেট্রোর গল্প
পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। বিগ শপারে ভর্তি বই। পিছনের দেওয়ালে হেলান দিয়ে রেখেছি বিগ শপারটি। টালিগঞ্জের দিকে মেট্রো আসতেই সটান উঠে পড়ি। অন্যমনস্ক ছিলাম। কিছুক্ষণ পরেই মনে পড়লো ব্যাগটা ফেলে এসেছি। রবীন্দ্র সরোবরে নেমে উলটো দিকের মেট্রো ধরে চলে আসি পার্ক স্ট্রিটে। উলটো দিকের প্ল্যাটফর্ম থেকে দেখতে পাই বিগ শপারটি একই জায়গায় আছে। পাশে এক সুদর্শনা তরুণী। সাবওয়ে দিইয়ে উলটো দিকের প্ল্যাটফর্মে চলে আসি। একটি মেট্রো সদ্য চলে যাওয়ায় আশপাশ বেশ ফাঁকা। কাছে আসতেই মেয়েটি এগিয়ে এলো। আমি ধন্যবাদ জানিয়ে ব্যাগটি নিতে যাবো, এমন সময় মেয়েটি কাছে এসে বললে, “দুশো টাকা দেবেন, সময়ের মূল্য আছে আমার কাছে।” চমকে উঠলাম আমি।
বই কিনে মানি ব্যাগ প্রায় খালি। অনেক খুঁজে পেতে টালিগঞ্জ থেকে অটোর ভাড়া হাতে রেখে দেখলাম দেড়শো টাকা হচ্ছে। টাকা গুনে মেয়েটি বললে, “টাকা রেখে দিন। হাতের ঘড়ি দিয়ে দিন। আর চুপচাপ চলে যান।” আমি নিথর দৃষ্টিতে দ্রুত পায়ে চলে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে রইলাম।