T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় প্রণব কুমার বসু

লিমেরিক গুচ্ছ
১)
এবারের পুজো একটু অন্যরকম
কেন? সেটা কী রকম ?
চুলে হাত
ফুটপাত
রাস্তায় মিছিল করে সব বেশরম।
২)
পুজোয় অনেক কম ভেঁপুর আওয়াজ
বয়স্কদের কপালে রয়েছে ভাঁজ
কেন এমন
যখন যেমন
শুধু এক শ্রেণীর মানুষ করছে রাজ।
৩)
প্রেমিক প্রেমিকার দেখাশোনা
পুজোর কদিন বাকি দিনগোনা
ভ্যাপসা আবহাওয়া
মুখোমুখি চাওয়া
হঠাৎ করে ঘটবে কি জাদুটোনা!
৪)
নতুন জুতোর রং যে লাল
সেদিকে সবার আছে খেয়াল
জবরদস্তি
হয় অস্বস্তি
চারিদিকে ম্যানেজ – দিচ্ছে সামাল।
৫)
না থেমে থেকে – এগিয়ে চলা
কে যে কৃপণ – যায় না বলা
চোখটা খুলে
বিবাদ ভুলে
“হোক কলরব” ফাটিয়ে গলা।