কবিতায় প্রশান্ত কর

হয় তুমি নয় আমি
রণাঙ্গন হলে সেখানে
হয় তুমি নয় আমি
থাকবে
সমন্বয়ের মঞ্চে তো
সম্প্রীতির উদযাপন হয় জানি
অন্তত হতে পারে
কালক্রমে অনেক কিছু বিবর্তিত হয়েছে
লাট খেতে খেতে
ললাটলিখনও বদলে ফেলেছে
কেউ কেউ
তবু রণাঙ্গনের মহিমা
আজো বুকে আগলে রাখি সযত্নে
সংগোপনে
কোথাও লালিত ঔদ্ধত্যে
যা ভেবে পথ চলি
সেই পথের ইশারাতেও কত অসংগতি
নীরব উচ্চারণে উৎসারিত
হয় তুমি নয় আমি
আলোর ফুলকিতেও দেখতে পাই
হয় তুমি নয় আমি