কবিতায় বলরুমে পার্থজ্যোতি

অ-সুখ
কান্না-কান্না মুখ আমার সদাই, সর্বদা
সেই ছোট্টোবেলা থেকে সঙ্গিনী বিষাদ
ভরদুপুর থেকে সন্ধ্যে পেরিয়ে মাঝরাত
মোহতে আছন্ন থাকি, নেই কোনো খাদ।
সকলেই ঘিরে আছে, থাকে, থাকবেই তো
তবুও ভীষণ একা, এমনকি মিছিলের ভিড়ে
পরিত্রাণ খুঁজে ফিরি, প্রায়শই, গুরুর-চরণে
কল্পিত সে গুরু আজও নেই কিন্তু দূর-স্বপ্ন-তীরে।
এভাবেই বেঁচে আছি, মরে আছি, সমান-সমান
কোথাও সম্মান নেই, নেই কোনো আশাবরী গান।
(মনে হচ্ছে এই প্রথম কোনো মেদহীন কবিতা লিখলাম।)