হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

মিষ্টি খোকা
ধড়াচূড়ো সব খুলে দেয়
তাবিজ, পায়ের মল
এক মুহূর্ত স্থির থাকে না
এমনই চঞ্চল।
জামা-মোজা রাখতে কি তোর
গায়ে লাগে গরম
মাথায় বেজায় চিন্তা আসে
দেখে রকম সকম।
সারাটি ক্ষণ হামা দিয়ে
কোথায় খাটের তলায়
কোথায় চেয়ার,টুলের নীচে
শরীর খানি গলায়।
খুঁটিয়ে-খুঁটিয়ে খালি-রিফিল
কাগজ,কাঠিগুলো
ঝুল কালি আর ধূলো ঘেঁটে
শরীর করে কালো – – –
ধড়ফড়িয়ে মা বলে যেই
খোকা কোথায় গেছে!
রাণী বলে ঐ তো চিনি
গুড়ের ডিবের কাছে।