কবিতায় পরিমল ঘোষ

পুজো এলো
এই বাংলায় পুজো এলো
দুর্গা এলো ভাইরে!
আনন্দে মন মেতে ওঠে
নেচে ওঠে তাইরে।
নতুন পোষাক পরে সবে
পুজো দেখতে যায়,
নানা সাজের ঠাকুর দেখে
কতই মজা পায় ।
আলোর সাজে ভেসে যায়
বাংলায় ক’টা দিন,
ছোটোদের তো পড়া বন্ধ
নাচে তা-ধিন ধিন।
উৎসব ঘিরে মুছে যায়
মনের যত কালো,
সবার মনে ভেসে চলে
খুশি-ভরা আলো ।
এই ভাবকে রাখলে ধ’রে
অনেক যত্ন ক’রে,
দুঃখ জয়ের শক্তি মেলে
সারা বছর ধ’রে।