সপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে প্রদীপ গুপ্ত (পর্ব – ২৫)

সুন্দরী মাকড়সা
রাত প্রায় সাড়ে তিনটা। স্নায়ুর সাথে সমানে যুদ্ধ করতে করতে ওরা দুজনেই একজনের কাঁধে অন্যজন মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। একটা কথা ঠিক যে আজ রাতটুকু পোহালে ঋষি বোধহয় আর এ বাড়িতে থাকবে না। কিন্তু একদিনেই বা কোথায় ঘর খুঁজে পাবে? যদিওবা পায় তাহলেও, যতটুকু যা আসবাবপত্র আছে সেগুলোকে আজকের মধ্যেই শিফট করা কতটা সম্ভবপর হবে সেটাই কথা।
— আচ্ছা ঋষি, না ঘুমিয়ে এসো না আমরা বরং বিষয়টাকে নিয়ে একটু ভাবি।
— কী ভাববো বলো?
— দ্যাখো, প্রথমে তোমার কাছে এ বিষয়ে যে সংকেতগুলো এসেছিলো সেগুলো ছিলো, পুরোনো ঝুরঝুরে, বিবর্ণ কতগুলো কাগজের টুকরো। আচ্ছা ঋষি সেই কাগজগুলো কি তোমার কাছে আছে?
— দাঁড়াও, খুঁজে দেখতে হবে।
— মানে? খুঁজে দেখতে হবে কথাটার মানে কী?