হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

একে অন্যে
শন্-শন্ বায়ু
অতি চঞ্চলা
ভন্-ভন্ ভ্রমরার
সাথে করে খেলা।
টিপ্-টিপ্ বারি
চুপি-চুপি ঝ’রে
নিমফুলেদের নিয়ে
গোনাগুনি করে।।
প্যানপ্যানে বাঁশি
ধ্যাত্তেরি গাড়ি
ঘ্যানঘ্যানে মানুষের
স্বরে লড়ালড়ি।
চমচম্, পান্তোয়া
রসে মাখামাখি,
টসটসে জিহ্বাগ্র
জুলুজুলু আঁখি।।
রঙচঙে রামধনু
রাঙা জলশোভা,
ঝকঝকে অম্বর
চকচকে ডোবা।
ঘুটঘুটে রাত্তিরি
ঘুমঘুমে খোকা,
নিদ্রা ও আঁধারের
চুমোচুমি আঁকা।।