T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় প্রদীপ গুপ্ত

আবাহনী
যে মেয়েটি শিউলি তোলে সকাল বেলায়
খালি পায়ে, দুব্বাঘাসে ঘুরে ঘুরে শিউলিতলায়
সেই তো আমার শরৎকালের কন্যা,
আমার বাংলাদেশের মা।
যে মেয়েটি উদোম গায়ে ঝাঁপিয়ে পড়ে দহের জলে
কালোবরণ জলের বুকে দাপিয়ে বেড়ায় পদ্ম তোলে
সেই তো আমার পদ্মাবতী কন্যা
আমার গেঁও বাংলার মা।
যে মেয়েটি উকুন মাথা ঝাঁকড়াচুলে চুলকে বেড়ায়
উকুন বাছে নিজেরমনে মাটির দাওয়ায় মায়ের মাথায়
সেই তো আমার জন্মদুঃখী কন্যা
আমার মাটির দাওয়ার মা।
যে মেয়েটি রুখে দাঁড়ায়, বানভাসি তার শরীর বেয়ে রক্ত ঝরে,
হার মানে না, ঠোঁট কামড়ে শান দেওয়া দা উঁচিয়ে ধরে
সেই তো আমার অসুরদলনী কন্যা
আমার ঊমা, আমার ঘরের মা।
সেই মায়েরই আবাহনী গান বাজছে নাকি আকাশ ভুঁয়ে
যাই ছুটে যাই প্রণাম রাখি আমার মায়ের চরণ ছুঁয়ে।