কবিতায় বলরুমে প্রভঞ্জন ঘোষ

লতা
শ্যাওলা আসে শৈবাল আসে
লতা আসে না
ফোটায় না তার ঝুমকোবাহার ফুল
সৌন্দর্য্যে হায় যত না
সুগন্ধে সমতুল!
ছাতার আসে শালিখ আসে
ভরত আসে না
ছোটায় না রে জাদুকরী সুর
মাঠ-মঞ্জিল-গগন জোড়া
লহর সুমধুর।
উঠোন-দালান হাতড়ে দেখি
খড়-খাগড়ায় ঠাসা
মন কেমনের বাতাস কেবল
অসার শূণ্য বাসা!
চড়ুই দেখি, সারস দেখি
লাল মুনিয়া এলো-
সপ্তসুরের প্রাণপাখিটা
হায় রামা কই গেল!