হৈচৈ শনিবারের ছড়ায় প্রভঞ্জন ঘোষ

টেবলুরামের শিক্ষে – ২
আড়চোখে তাই দেখছিল
মা গামলিতে জল ঢেলে
মাছগুলোকে রাখছিল সব
জ্যান্ত-জ্যান্ত ফেলে।
তারপরে, যেই ঘাটের দিকে
বাড়িয়েছিলেন পা-
শখ্ হ’ল তার একটি তুলে
দেখবে সে মাছ তা।
ঢাকনা খুলে হাত চুবিয়ে
যেই ধরেছে ল্যাজে
ঘাড় পেঁচিয়ে অমনি কাঁটা
খুব দিয়েছে গুঁজে!
সেই সে প্রথম বুঝেছিল
শিঙ্গি মাছের জ্বালা,
তারপরে আর জিওল মাছের
ছোঁয় না বালতি, থালা।