নদীর বুকে আজ কাশফুল নেই
বিকেলে উড়তে দেখিনি সাদা বক।
যে জল বয়ে আসছে
সেখানেও আবর্জনা।
বালিগুলো কালো হয়ে গেছে অনেক আগে।
তবু
শারদীয়ার সপ্তমী নদী আর
বারুদের গন্ধে।
ধোঁয়া কালো
ধুলো কালো
কেবল শুভ্র চোখের জলে
মহাস্নান
করাতে চাই।
শিশির-চুম্বন যেন
দেবতার মহিমা।
চল হাতটা ধর
চল হাতটা ধর
যাই পুবের দেশে
যেখানে
ধোঁয়ার সাথে ঘামে ভেজা অর্থ আসে।
চল হাতটা ধর
আমার সঙ্গী নেই
মাত্র বছর কয়েক
ভুলে যাবো পরক্ষণেই।
ধুর ভাল্লাগেনা। একটু দাঁড়ানা ভাই;
আমাদের পদক্ষেপে
একঘেয়ে ক্লান্তি নাই।
চল আবার যাই
দক্ষিণে যমের বাড়ি
ফিরবার চিন্তা নেই।
আমরাতো সেই আনাড়ি।