ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

মান-হুঁশ

মান মিশেছে মাটির তলায়
হুঁশ মিশেছে হাওয়ায়,
মানুষ নামের জীবরা এখন
মহিষ হয়ে কোঁকায়।

সৎ ঠেকেছে তলানিতে
ভাব ছুঁয়েছে ভাগাড়,
সদ্ভাব ও সৎমানুষী
আজকে, কোমায় অসাড়!

ভালো গেছে আস্তাকুঁড়ে
বাসার ভগ্নদশা,
ভালোবাসা ভোগীর ঘরে
এখন মুরগি পোষা।

হাত হয়েছে খান্ডা, ঠুঁটো
মিলন উভয়-মেরু
হস্তমিলন➖ দূরস্থ আজ
পান্ডব ও ঠিক কুরু।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।