ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

প্রত্যার্পণ
যে জল ঢেলেছি
সমুদ্র হয়েছে
তুমি তার কিণার বানিয়ে
নারকোল বীথি রচনা করেছো
সে জল ফিরিয়েছো
ডাবের ভেতরে।
যে ধূলো ঝেড়েছি
পাহাড় হয়েছে
তুমি তার কণা বাষ্পে মিশিয়ে
আকাশে থুয়েছো
সে ধূলো ফিরিয়েছো
জলদ সম্ভারে।
যে ভাষ্য ছুঁড়েছি
ভণিতা হয়েছে
তুমি তার বাক্য ভিন্ন করে
মন্ত্র জুগিয়েছো
সে মন্ত্রে জ্বেলে যাই
অরণি; চিতারে-