T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় পাভেল ঘোষ

নদীর মত হবো
গহীন হৃদয় খরস্রোতা নদী
পাহাড় কেটে বাঁকের পরে বাঁক।
যমজ নগর অমিল খোঁজে শুধু
লজ্জা মুখে ঢাকছে গন্ধ পাঁক।
জড়িয়ে আছো যাকে এখন তুমি
বৃষ্টি আঁকা ঘুমহীন এক সুখ।
কুয়াশামাখা স্বরবর্ণের ভোরে
অশ্রু সজল দুঃখ দুঃখ মুখ।
দুপুর খোঁজে অলস ছদ্মবেশ
আঁচল ভরা বিষাদ ঋতুর ফুল।
সঙ্গী তখন জীর্ণ অবশেষ
একলা দহন গন্ধ ভরা ধূপ।
স্মৃতির ভিতর প্লাবন ভাঙে মন
শরীর জুড়ে জীর্ণ বটের ঝড়।
স্পষ্ট হয় ধূসর চোখের কালি
একলা নদী ভাঙছে বালুচর।
দুচোখ ভরা কান্না ভেজা জল
বইতে থাকে শ্রাবণ ধারার মত।
শূন্যে বিলীন অথৈ হৃদয় তল
বুকের মাঝে অবিশ্বাসের ক্ষত।
ভাবছি তাই নদীর মত হবো
ঠিকানাহীন ভালুক মাতাল মেঘ।
মৃত্যু রং ভীষন রকম কালো
বন্দী কথায় আটক হাওয়ার বেগ।