T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় প্রদীপ গুপ্ত

কবিতার ডাক
প্রেমের বর্ণ ক যদি হয়
বিস্তারিতে কাব্য
এবার যদি সময় করি
তবে তোমায় নিয়েই ভাববো।
প্রতিবাদের প এর সাথে
সংসারে তার পদ্য
পতাকা কাঁধে হাঁটে মিছিলে
কবিতার দিনে অদ্য।
প্রেমগুলো সব দুমড়ে মুচড়ে
যাচ্ছে যাদের বদান্যতায়
কবিতা দিয়েই করবো লড়াই
কলম কালির সেটাই দায়।
ফুল ফোটাতে! আলো দেখাতে
গাইতে সুরে প্রাণের গান
প্রেমের বর্ণে, প্রতিবাদী স্বরে
পথ দেখাও হে মহাপ্রাণ ।