আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এর সম্পাদকীয়

“একা রামে রক্ষা নাই – সুগ্রীব দোসর”
কথা হচ্ছে এমন কীইবা প্রয়োজন ছিলো বঙ্গীয় সাহিত্যের ফুলেফুলে ভরা আঙিনায় ফের একটা ফুল ফোটানোর।
হ্যাঁ, তাগিদ একটা আছে বৈকি! সে তাগিদ হচ্ছে প্রান্তিক ও আলোহীন অনুজ্জ্বল মুখগুলোকে সামান্য একটু আলোকিত ও উজ্জ্বল করার প্রয়াস। এছাড়াও আজকালের একলা চলোর যুগে সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়ার।
শত্তুরে যাই বলুক – যুগ সাগ্নিক এখন মুদ্রিত লিটিলম্যাগের উঠোনে যথেষ্ট পরিচিত একটি নাম। দেশের গন্ডী ছাড়িয়ে দেশ বিদেশেও তার অনায়াস পদচারণ আজ কালের নিরিখে প্রতিষ্ঠিত। আর টেকটাচটকও ভার্চুয়াল দুনিয়ায় দেশ ও দেশের বাইরে বহু সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীদের কাছে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আর ঠিক এটাই রচনা করেছে — (আন্তর্জাতিক) পাক্ষিক পত্রপুট প্রকাশের প্রেক্ষাপট। স্বাভাবিকভাবেই সাহিত্যক্ষেত্রে যুগ সাগ্নিক আর টেকটাচটকের যৌথ পদচারণা সাহিত্যানুরাগীদের কাছে আদরণীয় হয়ে উঠবে সন্দেহ নেই।
— কালের মন্দিরে মন্দিরার আওয়াজ তুলুক — ( আন্তর্জাতিক) পাক্ষিক পত্রপুট।
সম্পাদকমন্ডলীর পক্ষ
প্রদীপ গুপ্ত
সাধারণ সম্পাদক