ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

সংগ্রহ
এরই মধ্য দিয়ে খুঁজে নিতে হয়,
এত যে হাওয়া দেখছো
রঙিন রেশম,
এত যে থিতিয়ে যাওয়া,
বুদ্বুদ-তরঙ্গ-প্রক্ষেপণ- – –
যুগান্তর হেঁটে যায়
একাকী পিক
সঙ্গটি সার শুদ্ধ সেতার!
অাক্ষিক পরিবর্তনময়
চন্দ্রিমায় মিশে যায় নিয়নের রেশ!
তাতার গেছে
জিঘাংসার শেষ বিন্দু
শুষে নেয় ধূসর প্রান্তর!
পৌষপার্বন-কাফেলা-ক্রিসমাস
জাজ্বল্য হয়।
মুখোমুখি ভাষ-
অরণ্যের হরিতকির ন্যায় দীপ্যমান!
মুখোমুখি পিঁপড়ের ন্যায়
উদ্ভাস উন্নীত হয়
সম্ভাষন হয় সন্দর্শন।
ঢেউ যায়,ঢাল যায়,ঢল যায় – – –
এরই মধ্য দিয়ে নিরলস প্রাণ পায়
নির্বাহের অনির্বাণ যোগ।