হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

প্রস্তাবন
প্রদর্শনী চাও?
পাঁচশো যোজন পথ ডিঙিয়ে
আলতামিরায় যাও।
গান শুনবে নাকি?
দু’চার দিবস কাটিয়ে আসো
পাখিরালয়ে থাকি।
জুজুর দেখা মেলে
মন-মনোরেল ছোটাও যদি
মহাসাগর তলে।
অবাক হতে হয়
কেউ যদি হায় এলিয়েনের
কল্পলোকে যায়!
জানি না, বিস্ময় যা!!!
পরমপিতার নুর পেতে চাও
নিজেই করো খোঁজা।
মজা পাবে শুনে-
এমন দেশের নাম ও থাকে
হুনুলুলু জেনে।
সন্ডা যদি হবে
দু’চারশত মুগুর ভেঁজে
বাদাম-চানা খাবে।