ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

ভরসা
ভরসা করলে
মাটির ঘোড়া পাওয়া যায়
পীরের স্থান হয় আর একটু পালট।
ভরসা করলে
কণ্ঠ হয় উটের গ্রীবা,
কাঁচফলে লেনদেন দৃষ্টিপসরা
ঊষার বর্ণ রাঙা হয়
নক্ষত্রের কিরণ এসে লাগে
পাট গাছের গোড়ে।
আধার নিয়ে যতবার গেছি
ইঁদারার কল বেয়ে লহর উঠেছে
পদক্ষেপে উড়েছে ধূলি।
দিবা যায়,নিশি যায়, বিগত প্রহর
হিতাহিত যায়
অনন্ত ছায়াপথ জুড়ে ভরসা থাকে
তবু, নিশ্চল-নির্মোহ-নির্মম-ঠায়।