কাব্যানুশীলনে পম্পা ঘোষ

হৃদয়ে হৃদয়ে

তোমার ভালোবাসার রঙ
আজ কেমন ধূসর
কী জানি কেনো?
হয়তো আজ অমাবস্যায়
ঘনিয়েছে আঁধার।
তাই প্রকাশে এত
স্থবিরতা-
নীরবতার আয়োজন।
কোথাও কোনো গোপন গুহায়
রাখা আছে –
মানুষের মুখে তুলে না দেওয়ার
তাগিদে।
বড় ভয় বিশ্বাস ভাঙে যদি!
দেওয়ালেরও কান আছে
যদি করে কানাকানি-
পাহাড়ের বুকে রাখোনা জমা
ছুঁতে না পারার দায়ে।
সমুদ্রও নুড়ি কাঁকর ফেলে রেখে যায়
ভরাতে জীবন-
রাখা আছে খুব গোপনে ভালোবাসা
বাক্স বন্দি।
চাবি তার খোওয়া গেছে
তোমারই কারণে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *