কবিতায় প্রদীপ গুপ্ত

ঝড়ের খেয়া
ছোট্ট একটা ফুল ছিলো
কানে হীরের দুল ছিলো
নাচে হৃদয় দুলছিলো
দুলছিলো রে দুলছিলো
ছোট্ট সে সেই ফুলের রেণু
কার মনে যে বাজায় বেণু
সেটা নিয়ে কাল বিকেলে
ভেবে ভেবেই কাটছিলো।
ভেবে ভেবেই কাটছিলো
দুলছিলো রে দুলছিলো
কোন বনে সে ফুল ছিলো
কেন সে আমার হৃদয় নিয়ে
হাসছিলো আর খেলছিলো
যখন ঝেঁপে ঝড় এলো সেই ফুলের বনে
হয়তোবা সে খেলছিলো তার আপনমনে
হয়তোবা সে মোর মনটা জিতে হাসছিলো
যে সময় হঠাৎ ঝড় এলো সে ফুলবনে।
কেমন আছে ছোট্ট সে ফুল ঝড়ের শেষে
পাঁপড়িগুলো উড়ে গেলো কি খুনী বাতাসে
আহারে দুলটি তাহার হারালো কি বনগহনে
কে জানে তা, কে জানে তা, কে গো জানে?