ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

মানদন্ডী
উজানে এসেছো
সিন্ধুবক্ষ বেয়ে
তোলপাড় করেছ ঢেউ
কোঁচায় ভরেছ অগনন পাই,
ভাটায় ভেগেছ
ঊষর বেলাভূমে টিকিটি কই!
কর্তালোক যিনি অন্তহীন
আঁচটি রাঙা ক’রে নিত্যদিন
(চক্ষে দৃশ্যত সূর্য-চাঁদ)
সাগরে দিয়ে যান দোল অগাধ
মুক্তো জোগানোর বিরাম নাই!
দিবসে এসেছ
বেহালা বাঁশি তুলে
দিয়েছ টান
উঠোনে নেচেছ তাথৈ থৈ
রাত্রে তাঁবু খুলে
আঁধারে মিশেছো আচমকাই।
মরমী প্রাণ যিনি সাঁঝ-সকাল
নিত্য দিয়েছেন সুর ও তাল
বক্ষে বীনাখানি বাদ্যময়
চক্রাবর্তিত সম্ ও লয়
গানে ও গুঞ্জনে দ্রবিত হই।
উজানে আসো শুধু
ও দিবসেই-