কাব্যক্রমে পল্লব গোস্বামী
by
·
Published
· Updated
১| একদিন সারাদিন
ছোটো ছোটো বদ্রী পাখির মতো
দিনগুলি ভাবি
দিনভর ওরা কোঠাঘরে কিচমিচ করে
ঠান্ডা লাগে , জ্বর আসে
যেমনভাবে জ্বরে কাবু সারা শহর
দানাপানির জন্য
ভিক্ষাপাত্র নিয়ে ঘুরি
বাগড়াইচন্ডীতলায় বিশাল হাট
সেখানে
ফ্রীঞ্চ, ককাটেল, জাভা,
লাভ বার্ডের আসর
তবুও ভিক্ষা মেলেনা
মাথার ভেতর
বুড়ো কাছিমের মতো হাঁটে
একেকটা দিন
সমুদ্র ফেনায় শুশ্রুষা কেটে যায় –
সারাদিন ভাবি ,
দিনগুলির পালক খসানো ব্যথা …
২| বিষ
সাপকাঠি হলেও লখিন্দর বেঁচে উঠতে পারেন
বিষাক্ত কাঁটা ফোটার পরও
মুচকি হেঁসে
হেঁটে যেতে পারেন
আমার নবি
অবাক হইনা –
অবাক হই তখন
যখন জাতের নামে
মানুষ মানুষকে চেবায়
এই চর্বিত আফিম
এই রক্তের সংক্রমণ
ক্রমশ আমাদের নেশাগ্রস্ত করে তোলে
ডুবতে ডুবতে ভাবি ,
ধর্মের থেকে তীক্ষ্ণ বিষ
আর একটাও নেই |