ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

পরাবাস্তব
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
হরিৎবর্ণ হয়ে উঠছে প্রতিটি শস্যপ্রান্তর
আকাশের আয়নায় বিচ্ছুরিত আভরন।
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
রত্নগর্ভ হয়ে উঠছে আসমুদ্র-সৈকত
ঝিনুকের বুক চেরা সুডৌল মুক্তো!
সে এক পক্ষি নৈসর্গিক কুয়াশার
উর্দ্ধ অঞ্চলে বারি পান করছে
সুর তুলেছে চাতক-চাতক- – – – –
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
তাই বুঝি ধরণীর বক্ষে এত বৈভব,
আসলে, সবটাই পরাবাস্তব।