ক্যাফে হইচই কাব্যে প্রভঞ্জন ঘোষ

হাসি
ফোকলা হাসি দাদু হাসে
হাসে দিদা, ঠাকুমা
মুচকি হাসি হাসে হীরু
সঠিক জানে সবাই তা।
হা-হা হি-হি হো-হো করে
তাই হাসে আর পাঁচজনে
ফিচেল হাসি হাসে বঙ্কু
হাজারটা যার প্যাঁচ মনে।
খিলখিলিয়ে শিশু হাসে
খলখলিয়ে হাসে ভাঁড়,
দমকা হাসি হাসে সবাই
প্রেক্ষাগৃহে উঁচিয়ে ঘাড়।
ফিক্ করে ঠিক হাসে
স্যাঁকরা কেনারামের নতুন বউ,
উদার হাসি হাসে তপন
সাবাড় করে মালপো চাউ।
খি-খি করে হাসে মণি
খেতে শুতে সব তাতে,
খ্যা-খ্যা করে হাসে ঘোড়া
অনেক ছুটে রেস্ জিতে।
চাপা হাসি খগেন হাসে
টাকা লোনের কারবারি,
হ্যা-হ্যা করে হাসে চাষা
রোয়ার শেষে ক্ষেত তারই।
অট্টহাসি হাসি আমি
হাসির পিছে কান্না ঢের
শিঙিমাছে খামচে, কাঁটার
খোঁচায় যখন পাই রে টের।