ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

মাঠ-প্রান্তর

ব্রহ্মদত্যিকে ফাঁকি দিয়ে
সে এক স্কন্ধকাটা
মাঠ-প্রান্তরের সমস্ত কর্কট
করেছে হরণ?
দারকিনিগুলো, কাকলেশগুলো
একান্ত গুছিয়ে
সঞ্চয়ের থলি ভর্তি হল ভেবে
স্তুপিকৃত মীনে
নিজের মুন্ডু চাপা দিয়েছে।
ড্রাকুলারা তবু থাকে উৎসুকে উজল-
সে এক কানাভুলো
সে এক একানড়ে – – –
একে-একে সার বাঁধে
নিদ্রার নিরালা তীরে;
মেছো, হাতে দাঁড়ি নিয়ে
তাই না কি? কি মরণ!
উজানের গুন টেনে
আগুপিছু ঘোরে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।