হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

হলুদ-সাদা পাখি
ঝিঙেফুলের রং ছাপিয়ে
তেপান্তরের কোণে
হলুদ আভায় উড়ে বেড়াও
নিঝুম বনে-বনে।
গাছের পাতায়, শাখায়-শাখায়
বাড়িয়ে-বাড়িয়ে মুখ
পোকামাকড় খুঁটে-খুঁটে
পাও যে কত সুখ!
হলুদপাখি, আসবে কি তাই
যাবে আমার ঘরে?
খুকির বড্ড মজা হবে
তোমায় পেলে পরে।
দুধ ভাতকে হার মানিয়ে
সাদা পক্ষ মেলে
সবুজ চিরে ঘুরে বেড়াও
হাওয়ার কোলে-কোলে।
গিরি বাবুর মেজো খোকার
ঘুড়ির ল্যাজের মতো
দুলিয়ে তোমার পুচ্ছ উড়ছ
নৃত্য করছ কত-
দুধরাজ ভাই আসবে?
খুকির আমোদ হবে খুব-
ছুঁয়ে তোমার ফিতে
দেখে স্বর্গীয়ময় রূপ!
ওটা আবার কি?
রেলের মতো ধেয়ে আসে
ওটি আবার কি?
য়্যাব্বড় সাপটি।
খোলার মতো লাফিয়ে আসে
ওটা আবার কি?
গেছো বাঁদরটি।
ঘুড়ির মতো নেমে আসে
ওটি আবার কি?
ঈগল পাখিটি।
ঠোঙার মতো গড়িয়ে আসে
ওটা আবার কি?
হুলো বেড়ালটি।
ভূতের মতো মোচায় দোলে
ওইটে আবার কি?
কলা-বাদুড়টি।
ঝোপের মতো ধেয়ে আসে
ওটা কি রে ঘোষ!
ওরে বাবা ছুটে পালা
এ যে ধেড়ে মোষ।