হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

যষ্টি
পুকুর ঘাটে পোঁতা
একটি যষ্টি শ্যামলবাবুর
হাতে প্রাণের মিতা।
একটি যষ্টি ছাতার বুকে
মিষ্টি যষ্টি ক্ষেতে
একটি যষ্টি ঝাড়ুর গায়ে
একটি পরদাতে।
ঝান্ডায় বেশ গাঁথা
একটি যষ্টি কাকতাড়ুয়ার
নিম্নপানে জোতা।
অনেক যষ্টি পাতার আড়াল
অনেক কাছেপীঠে,
একসাথে সব জড়ো হলে
একের বোঝা বটে।