ক্যাফে কাব্যে প্রদীপ ঘোষ

দ্যর্থক


১.
জীবনে সে ভাবে আসেনি ভোর,
যে ভাবে বিভোর,
উথলে ওঠে আশাবরী।
এ নিষাদের তূণ চতুর্থ যাম,
স্বপ্তম সুর কি নিষ্কাম ?
ভৈরবী রাগে প্রকাশিত হোক
কবিতার নিষাদী ঈশ্বরী।

২.
নদী পাশ ফিরলেই পাড় ভাঙ্গে,
স্বপ্ন ভাঙে অযুত
তুমি আমি ও সে,
যতেক আনাড়ি
আহা কত না চৈতালি মন,
এতো যে সাধন !!
বানভাসি গঞ্জ-নগর,
ভেসে যায় প্রণয় মাধুরী,
পুরুষ ও নারী।

৩.
শব্দ সহবাসে ঝরাপাতায়
মিথ্যে পংক্তি জড়ো করি
যদিও বা নিজেকে,
তোমায় কি ভাবে ফাঁকি দিই ঈশ্বরী?
যাপনের ব্যর্থতা মনে রাখা কঠিন,
ভুলে যাওয়া আরও
পরকীয়া তেও রাজি; কবিতা !
যদি তুমি হাত না ছাড়ো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।