ক্যাফে কাব্যে পলাশ দে

মানত
মানত করেছি তোমার নামে
ধানের দুধে আর ইটভাটার ধর্ষণ হবে না
একা রাস্তায় বের হতে পারো সন্ধেবেলা
চাঁদমামা খেয়াল রাখবে,
আর হ্যাঁ,তালা পড়বে সমস্ত হিমঘরে
যে কেউ হেসে কথা বলবে পাশের জনের সঙ্গে
-হাসি না পেলে!
– যদি হাসি না পায়?
আয়ু জুড়ে ব্যোম আর মারণাস্ত্র
গোল পৃথিবীতে আরো গোল গোল খিদে
কখনো খালি হাত কোথাও থাবা
তর্জনী আবার কোনদিন দীর্ঘ শ্বাস নিচ্ছে
এক পালিয়ে যাওয়ার সঙ্গে আর এক ফেরত আসা পাক খেতে থাকে পাক খেতে থাকে…পাক