মার্গে অনন্য সম্মান প্রতিভা দে (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩২
বিষয় – সোশ্যাল মিডিয়া, এপ
বিজ্ঞানের দান
সোশ্যাল অ্যাপ বা সাইট
সোশ্যাল অ্যাপ বর্তমানে বিজ্ঞান এর উন্নতি মানুষ কে নানাবিধ সুবিধা সুযোগ দিয়ে মানুষ কে কাছে দূরের সাথে যুক্ত করছে।কাহারও প্রতিভা বিকাশে সাহায্য করছে।নানা বিধ জ্ঞান, সাহিত্য চর্চা সব দিক দিয়ে বিশেষ ভূমিকা পালন করছে।
তেমনি কিছু ক্ষেত্রে মানুষ আবার ব্যক্তি জীবন নিয়ে বেশি নির্ভর হয়ে পড়েছে।
কিছু কিছু আবার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের ভুল পথে চালায়।তবে শিক্ষা যদি ঠিক মত হয় এবং চালনা করা ঠিক
মত হয় তবে সেটা ভালো।
তবে আবার অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ও ঘটে
তবে সূক্ষ বিচার বুদ্ধি
মানুষ কে বিজ্ঞানের ভালো ফল দেয়।
অনায়াসে প্রাপ্ত সকল
কিছু যে খারাপ তা নয়।
কেনা কাটা, রান্না শেখা অনেক কিছু ই
খুব সহজ উপায়ে আমরা শিখতে পারি।
বলতে হবে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে।