কবিতায় পলাশ দে

প্রকাশিত কবিতা বই : আমি কিন্তু পারি স্বপ্ন (২০০৬) ফুঁ (২০০৮) একা মফসসল (২০১০) চশমা যা দেখতে পাচ্ছে না (২০১৪) চুপ (২০১৮) সংক্রামক ব্যাধির জন্য (২০১৯) শূন্য পরিক্রমা (কবিতা সমগ্র) (২০১৯) সম্পাদিত পত্রিকা : একা পরিচালিত শর্টফিল্ম : you ...a journey of life (2006) hitler please come again। (2008) little tune (2010) refugee. (2015) পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা অসুখওয়ালা (২০১৮)

মেলা

কোথাও একটা বেড়াতে যাবে! কোনো মেলা?
গাছ ভেবে নিলেই হবে আর ছায়াচাতাল
ফুঁ দিয়ে চড়কি ঘোরাবো তালপাতা সেপাই
জিলেপি বাদামভাজা স্বপ্নে পাওয়া কাচের চুড়ি
দুনিয়া থেকে নদী হাপিস তো কী হয়েছে
জল আছে তো চোখের শেষে মনের শেষে
কিচিরমিচির নেই ঘেউ কিংবা মিঁয়াও মিঁয়াওও
তবু চামড়া খুলে চামড়া পরে শিস দিতে দিতে
কাদামাটি কুলকুচি করে বমিরক্তকফ
কোথাও একটা বেড়াতে যাই চলো
খিদে সহ্য করতে না পারলে
আমরা তো রইলামই
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।