মার্গে অনন্য সম্মান শ্রীমতি পান্না দাস (সহ সম্পাদকীয় কলম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৫
বিষয় – রথযাত্রা
রথের মেলা
টাপুর টুপুর বৃষ্টি পড়ে কালো মেঘে ঢাকা,
হাজার মানুষের ঠেলায় সবাই যাচ্ছে রথের মেলা
রথের দড়ি টানতে থাকে শিশু জোয়ান খুড়ো খুড়ি।
বৃষ্টি পড়ে অনবরত জল চারিদিক পথ যে পিছল,
বৃষ্টি জলে ভিজে সবাই সকল মানুষের জামা!
উড়ছে বাতাসে রথের নিশান ভীজচ্ছে রথের মাথা।
মেলায় নানান ফলের চারা বেচছে গ্রামের চাষি,
রঙ বাহারি ফুলের চারা কিনছে খুড়ি মাসি,
মাটির তৈরি হরেক রকম পুতুল, ঘোড়া, বাসন
রংবাহারি দেখে শিশু কিনবে কতক্ষণ।
রথের কমেলায় কত রকমের সাজের জিনিস বসে,
পাপড় ভাজা দোকান কতক ছড়িয়ে-ছিটিয়ে বেঁচে,
ময়রা মোটা হাত ঘুরিয়ে জিলিপি ভাজায় ব্যস্ত,
সেই জিলিপি ঠোঙায় করে বুড়ো খোকা খায়তো।
আম, কাঁঠালের গন্ধে মেলায় সবার নাকে ঢোকে,
রথের মেলা দেখবে বলে সব মানুষই ছোটে।।