কবিতায় প্রিয়ব্রত দত্ত

দহন
তুমি যখনই দগ্ধ হতে চেয়েছ
আমি সারা শরীরে মেখে নিয়েছি আগুন!
আকাশ ছিঁড়ে একটি নক্ষত্র
আশ্রয় খুঁজেছে অহরহ
আমি পড়ন্ত বিকেলে
ঘরে ফেরার গান গেয়ে
ডেকে এনেছি সন্ধ্যা।
তুমি দহন দিয়েছ অনায়াস
আমি আকণ্ঠ পান করেছি তৃষ্ণা।
একটা একটা নক্ষত্র ঝরে পড়ছে
আমি মুঠো ভরে নিয়েছি যত
খসে পড়ছে মেঘ
আমি গোগ্রাসে গিলেছি শ্রাবণ!