|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় প্রবোধ চন্দ্র দাস
by
·
Published
· Updated
ফিরে দেখা
কথা শেষ হলে সম্পর্ক শেষ হয়ে যায়, এমনটাই ভাবে সাধারন মানুষ। আর সারা জীবন কতই না পরিচয় আর সম্পর্ক, তারপর ধীরে ধীরে আগ্রহটাই পাল্টে যায়।
এরকমই ঘটনা রক্তের সম্পর্কের মানুষের সাথেও হয়।
কোন একদিন খুব কাছের আবার পরে দুরেই চলে যায়,
যোগাযোগ রাখে না।
ছোটবেলায় স্কুলের বন্ধুকে ছেড়ে এক মুহুর্তও থাকা যেতো না। বড় হয়ে সেই সুতোর বাঁধন ছিড়ে যায়।
ঠাকুরদা বা দিদার সাথে ঘন্টা খানেক বক বক না করলে ঘুমই হতো না, তাঁরা চলে যাওয়ার পর নতুন অভ্যাস তৈরী হলো, এখন বিছানায় একাই শোয়া।
কর্মস্থল থেকে ঘরে ফিরলেই ছেলে-মেয়ে হাঁসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরতো। তাদের সারাদিনের ঘটনা জানালেই শান্তি।অনেক সময় কারও উপর অভিমান করে শাস্তি দেবো বলে কথা বন্ধ করেছি, এখন এই অবস্থায় এসে পস্তাতে হয়।
বাতাস যেমন উষ্ণ হয়ে উপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে সেই স্থান পূর্ন করে, মানব জীবনেও খালি জায়গা পূরন হয়েই যায়। দুহাজার কুড়ি অনেককে কেড়ে নিয়েছে। এখন আর কোন সম্পর্ক হারাতে চাই না।