T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে পরিমল চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
উনিশ – কুড়ি
আমি এক পাগলা কিশোর আগুনের শিংটা ধরি
ছুঁড়ে ফেলি বদান্যতা লেলিহান ভয়ংকরী
ভেবে নাও অহংকারী জানো কি আত্মাটা তার
বিষাদের বিষ মাখানো স্বভাবী আত্মবিকার
নদী নয় শুধুই বালু সাজানো স্বপ্নচিতা
ভাবে সে উর্দ্ধে যাবে হবে সে জলদমিতা
তবুও আগুনশরীর মোছে না দহনজ্বালা
বাঁশি তুই চুপ করে থাক নিরুদেশ চিকনকালা
মোলায়েম অন্ধকারে জ্বালে সে প্রেমের বাতি
ফোটে না আকাশকুসুম ফলহীন আত্মরতি
তবুও উড়তে থাকে চাঁদিয়াল প্রেমের ঘুড়ি
এভাবেই ঝড়ঝঞ্ঝায় কেটে যায় উনিশ- কুড়ি…