কবিতায় পৃথা চট্টোপাধ্যায়

বৃষ্টির দেশ
বৃষ্টির ভিতরে থাকে আরো এক বৃষ্টির দেশ
সমুদ্রের প্রবল উচ্ছ্বাস
তিন ভাগ জল তবু
চাতকের ডানা ঘিরে ক্লান্তি নামে আকন্ঠ তৃষ্ণার
অম্বুরাশি প্রতিবিম্বে মুখ দেখে মেঘ
মাটির গভীরে কেউ রেখে আসে
যাবতীয় দুঃখকথা যৌনফুল বীজ
থাকে গোপনীয় ঢাকা
তেল নুন হলুদের পান্তা ফুরোনো এই সংসারে
ভালোবাসার জন্যই বেঁচে থাকা।