কবিতায় প্রত্যুষা চৌধুরী

শেষ চিঠি
শ্বেত বলাকার উড়ান অচিন দেশে
ভ্রান্ত গলির আতরগন্ধী রেশটা
হারিয়ে গেছে আমজনতার বেশে
সঙ্গী এখন উপন্যাসের শেষটা।
মেঘের মেয়ে কাজলরঙা শাড়ি
শহুরে পাড় হাওয়ার টানে ভাসে
চাইলে আঁচল ব্যস্তবাগীশ ভারী,
সবুজ আলো মুঠোফোনেই হাসে।
ঝিলের গায়ে ম্লান গোধূলির আলো
ঘুম জড়ানো সন্ধে নামার ক্ষণটি
গভীর থেকে গভীর হলে কালো
ইচ্ছে, ধরি দূরপাল্লার ট্রেনটি।
আকাশ খামে শেষ লেখা এই চিঠি
পৌঁছবে কি মেঘদুহিতার হাতে
জেগে থাকে আমার আপন দিঠি
রাতের শিশির রপ্ত হওয়া প্রাতে।