কবিতায় পলাশ চৌধুরী

মনবিভর
নেশাতুর প্রেমিক আমি ভেবে মরি সারাক্ষণ।
পিঠে দুই পাখা গজিয়েছে ভেবে–
কেমন এখন
ঘুরে বেড়াই আকাশ হতে আকাশ,
ভেসে বেড়াই দূর হতে দূরে।
হাড়িয়ে যাই,
স্বপ্নে বিভর।
পাই সুখ,
পাই পাগল করা তোমার বাস।
রঙিন পাঁপড়ি মেলে ধরতে চাও মন আমার,
নেশাতুর পাখির মতন ছুঁতে চাই তোমার জীবন।
এসে বসি ফুলের বুকে আপন হতে আকাশ জুড়ে,
এমনই একদিনে মেঘ গর্জিয়ে বৃষ্টি এলো,
ভিজলো আকাশ,
বাতাস আর গাছেদের গতর।
ভিজলো নির্জন রাস্তায় পড়ে থাকা শুকনো পাতারা।
আর ভিজলো আমার মন, আমার দেহ —